Header Ads

Header ADS

যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার্থে আক্রমনকারীর মৃত্যু ঘটানো যায়




দন্ডবিধি ১০০ ধারাঃ- যেক্ষেত্রে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটাইবার ক্ষেত্রেও প্রযোজ্য হয়।


দেহের ব্যক্তিগত  প্রতিরক্ষার অধিকার দন্ডবিধির ৯৯ ধারায় বিধিনিষেধ সাপেক্ষে আক্রমনকারীর ইচ্ছাকৃত মৃত্যু ঘটান বা তাহার অন্য কোন ক্ষতির প্রতি প্রযোজ্য হইবে, যদি যে অপরাধের জন্য প্রয়োজন হইয়া পড়ে সেই অপরাধ অতঃপর উল্লিখিত বর্ণনাধীন হয়; যথাঃ-

প্রথমত; এইরূপ আক্রমন যাহা এমন যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি করে যে, উক্ত আক্রমন প্রতিহত না করিলে প্রকারান্তরে মৃত্যুই হইবে অনুরূপ আক্রমণের পরিণতি।

দ্বিতীয়ত; এইরূপ আক্রমন যাহা এমন যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি করে যে, উক্ত আক্রমন প্রতিহত না করিলে প্রাকারান্তরে গুরুতর আঘাতেই হইবে অনুুরূপ আঘাতের পরিণতি।

তৃতীয়ত; ধর্ষনের অভিপ্রায়ে আক্রমন।

চতুর্থত; অপ্রকৃত কাম-লালসা চরিতার্থকরণের অভিপ্রায়ে আক্রমণ।

পঞ্চমত; মানুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমন।

ষষ্ঠত; এইরূপ পরিস্থিতিতে কোন ব্যক্তিকে অবৈধভাবে আটক করিয়া রাখিবার অভিপ্রায়ে আক্রমন, যে পরিস্থিতির জন্য এইরূপ আতঙ্ক সৃষ্টি হইবার সম্ভাবনা থাকে যে , তাহার মুক্তির জন্য সে সরকারী কর্তৃপক্ষসূমহের আশ্রয় নিতে অসমর্থ হইবে ।

No comments

Powered by Blogger.